আসল যখন ফুলের ফাগুন

আসল যখন ফুলের ফাগুন

কাজী নজরুল ইসলাম

আসল যখন ফুলের ফাগুন

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconগান

পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৭ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


আসল যখন ফুলের ফাগুন, গুল-বাগে ফুল চায় বিদায়।

এমন দিনে বন্ধু কেন বন্ধুজনে ছেড়ে যায়॥

মালঞ্চে আজ ভোর না হতে বিরহী বুলবুল কাঁদে,

না ফুটিতে দলগুলি তার ঝরল গোলাব হিম-হাওয়ায়॥

পুরানো গুল-বাগ এ ধরা, মানুষ তাহে তাজা ফুল,

ছিঁড়ে নিঠুর ফুল-মালী আয়ুর শাখা হতে তায়।

এই ধূলিতে হয় ধূলি সোনার অঙ্গ বে-শুমার,

বাদশা অনেক নূতন বধূ ঝরল জীবন ভোরবেলায়॥

এ দুনি...

Loading...