
হারান প্রাপ্তি নিরুদ্দেশ

বাণী বসু
| বাণী বসু | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনকাব্য রচিত৩০ অক্টোবর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
মেজদার ছেলে অমুর ছবিটা টিভি-তে এলো মঙ্গলবার। মেজোবউদি খাটের ওপর উপুড় হয়ে পড়েছিল। মেজদা কৌচে বসে। আমি ঘটনাচক্রে ওঘরে ছিলাম সে সময়টা। চেঁচিয়ে ডাকলাম বড়দাকে। বড়দা-বড়বউদি মহুল পাপুল চারজনেই ছুটে এল। দীপ্ত এখন নেই, নইলে সেও আসত। আমার ছেলে অরু এ সময়টা কোচিং এ যায়। মাকে আমি ডাকিনি, মা নিশ্চয়ই ছাদের ঠাকুরঘরে। কিন্তু কীভাবে আমার ডাকের শব্দ ও অর্থ দুই-ই মায়ের কানে পৌঁছে গেল জানি না, মা-ও দ...