
হাউসবোটে নিখোঁজ (একেনবাবু)
সুজন দাশগুপ্ত
| সুজন দাশগুপ্ত | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনকাব্য রচিত৩১ অক্টোবর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
সূচিপত্রঃ—
বেশ কিছুদিন আমি একেনবাবুর কীর্তিকলাপ নিয়ে কিছু লিখে উঠতে পারিনি। আমি লেখক নই। তরতর করে লেখা হাত থেকে বেরোয় না। কষ্টেসৃষ্টে যা লিখি, পরে সেটা পড়ে মনে হয় ছেলেমানুষী। তবে প্রমথ আমার লেখা নিয়ে যেরকম বিদ্রূপ করে, তত বাজে বোধহয় আমি লিখি না। প্রমথ আমার ছেলেবেলার বন্ধু নিউ ইয়র্কে আমরা একটা অ্যাপার্টেমেন্ট শেয়ার করি। অ্যাপার্টমেন্টের তৃতীয় বাসিন্দা, যাঁর গুণকীর্তনের চেষ্টা আ...