আমাদের প্রস্তাব শুনে আমাদের ক্লাবের একমাত্র সদস্য মুকুল গাঙ্গুলী বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর চিন্তিতমুখে প্রশ্ন করল, ‘হরার স্টোরি বলতে তোমরা কী বোঝো?’
অন্যতম সদস্য নিরঞ্জন তার চশমা ঠিক করতে করতে বলল, ‘হরার স্টোরি বলতে আমি বা বুঝি তা হল, এমন কোনো ঘটনা বা অভিজ্ঞতার গল্প যা আতঙ্কে আমাদের ভীত এবং সন্ত্রস্ত করে তোলে আর আমাদের শান্তিতে বেঁচে থাকার ব্যাপারে সন্দিহান করে তো...