সুত মিত রমণী

সুত মিত রমণী

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

সুত মিত রমণী

Books Pointer Iconশরদিন্দু বন্দ্যোপাধ্যায়
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২৭ মার্চ ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


গায়ে গায়ে দুটি বাড়ি। একটিতে আমি বাস করি, অন্যটি গুরুচরণ। প্রায় কুড়ি বছর এইভাবে বাস করিয়াছি; প্রথম যখন ডাক্তারি পাস করিয়া প্র্যাক্‌টিস্ আরম্ভ করি তখন হইতে। তখন আমার বয়স ছিল ছাব্বিশ, গুরচরণের হয়তো দু’-এক বছর বেশী। গুরুচরণ সম্প্রতি বিবাহ করিয়াছিল, আমি তখনও অবিবাহিত। এই জেলা শহরটি বাছিয়া লইয়া ব্যবসা আরম্ভ করিয়াছিলাম, সংকল্প ছিল প্র্যাক্‌টিস্ না জমাইয়া বিবাহ করিব না।

<...
Loading...