
সীমান্তবাসী

বুদ্ধদেব গুহ
চাঢ্ঢাসাহেব বহুদিন হলই বলছেন, একবার তাঁর কারখানায় বেড়িয়ে আসতে। দিল খুশ হয়ে যাবে।
কোনো কারখানায়ই কেউ বেড়াতে যায় না। কিন্তু এ-কারখানার বিশেষত্ব আছে। গভীর জঙ্গলের মধ্যে আদিবাসী এলাকাতে ‘শেল্যাক’-এর কারখানা। বন-বনান্তর থেকে আদিবাসীরা পলাশ ফুল আর কুসুম গাছ থেকে কেটে নিয়ে আসে স্টিক-ল্যাক। তা থেকেই এই কারখানাতে তৈরি হয় সিড-ল্যাক। আর শেল্যাক। চাঢ্ঢাসাহেব বহুবারই বলেছেন, খুবই শান্তির জ...