
সামিল

বুদ্ধদেব গুহ
পার্ক স্ট্রিট আর সার্কুলার রোডের মোড়ে এসে বাসটা হঠাৎ খারাপ হয়ে গেল।
হয়তো সাড়ে ছটা বেজেছে। অফিস-ফেরতা রই রই করা লোকের ভিড়ে তখন ওই মাঝ রাস্তা থেকে অন্য কোনো যানবাহন পাওয়া অসম্ভব। তাই পার্ক সার্কাসের দিকেই হেঁটে যাবে ঠিক। করল রাঘব। ভাবল, আস্তে আস্তে পার্ক সার্কাস ট্রাম ডিপোতে গিয়ে পৌঁছোতে পারলে ট্রামে। হয়তো ওঠা যেতেও পারে।
ট্যাক্সি, পথে থাকলেও তা সাধারণ বা অসাধারণ মানুষেরও চ...