
সাপের চোখের ভিতর দিয়ে
সন্দীপন চট্টোপাধ্যায়
| সন্দীপন চট্টোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনদিপা চৌধুরী২৩ আগস্ট ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
জন্মাবার আগে খুব চিন্তায় ফেলেছিল। নলিনীর মেয়ের ডাক নাম তাই চিন্তি। আজ চার তলায় উঠে ফ্ল্যাটের দরজা বন্ধ করে ঘুরে দাঁড়াতেই চিন্তি বলল, ‘বাবা, দশ মিনিট আগে এখানে দিয়ে একটা সাপ গেছে।’ বলে, করিডোরের দেওয়াল বরাবর হাত স্ট্রেচ করে সে নলিনীর ঘরের দিকে অঙ্গুলি নির্দেশ করল, আর সব ফ্ল্যাট অন্ধকার, শুধু তাদের ফ্ল্যাটটাই ঝমমল করছিল আলোয়, দূর থেকে, ঠিক যেন একটা ফানুস। নলিনী ভেবেছিল, আজ রাত হয়েছে, এ...