
শিবরামের ছেরাদ্দ

শিবরাম চক্রবর্তী
| শিবরাম চক্রবর্তী | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০১ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
দুঃখু করছিলাম হর্ষবর্ধন বাবুর কাছে। ‘একটা ভারি আফশোস রয়ে গেল মশাই…!’
‘কীসের আফশোস?’ তাঁর জিজ্ঞাসা।
‘দেখুন, পরের দৌলতে তো অনেক খেলাম। জীবনভরই খাচ্ছি। বলতে গেলে পরের বাড়ি খেয়েই মানুষ….’
‘পরের খেয়ে খেয়ে?’
‘না। পরিও আছে তার মধ্যে, পরিদেরও খেয়েছি এনতার।’
‘পরি পেলেন কোথায় আবার।’
‘কেন, আমার বোনরাই তো একেকটা পরি। পরির মতোই দেখতে সবাই, ...