শান্তুকে পাওয়া যাচ্ছে না

শান্তুকে পাওয়া যাচ্ছে না

বুদ্ধদেব গুহ

শান্তুকে পাওয়া যাচ্ছে না

Books Pointer Iconবুদ্ধদেব গুহ
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনবেলা ০৭ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

আজ অফিসে খুব খাটুনি গেছে। বাড়ি ফিরতে ফিরতে আটটা। ফিরেই রাণুকে বললাম, ঠাকুরকে বললা, যা হয়েছে তা-ই দেবে। প্রচণ্ড খিদে পেয়েছে। খেয়েই ঘুমোব।

রাণু বলল, আজ ন্যাশনাল প্রোগ্রাম আছে। ভীমসেন যোশীর গান শুনবে না?

বললাম, তুমি বরং বাইরের ঘরে বসে শোনো। আমার ভীষণ ঘুম পেয়েছে।

গাঢ় ঘুমের মধ্যে কেউ ডাকলে প্রথমে কিছুই বোঝা যায় না। অচেতন থেকে অবচেতনে, অবচেতন থেকে চেতনে আসতে মস্তিষ্ক অনেকখ...

Loading...