
মেলার নিশি

সমরেশ বসু
মেলায় পৌঁছতে পৌঁছতে সন্ধে পার হয়ে গেল। আকাশে পূর্ণ চাঁদ। বসন্ত পূর্ণিমা। আজ দোলের রাত্রি। মেলার কাছে এসে যখন পৌঁছলাম, পুব দিকের গাছগাছালি, বাঁশঝাড়ের মাথায়, পূর্ণ চাঁদ তখনও যেন তেমন উজ্জ্বল হয়ে ওঠেনি। গোল সোনার পাতে, তখনও ঈষৎ তামাটে ছাপ। জ্যোৎস্নার যেমন ফিকি ফোটে, আলো এখনও সেরকম স্পষ্ট হয...