
মুষ্টিযোগ

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
| শরদিন্দু বন্দ্যোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২৭ মার্চ ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পূণায় আমার পাশের বাড়ির একতলায় নতুন ভাড়াটে এসেছেন, নাম শম্ভুশঙ্কর লেলে। নাগপুরে না কোথায় এক কলেজে প্রিন্সিপাল ছিলেন, পঞ্চাশোর্ধ্বে অবসর পেয়ে আমাদের পাড়ায় বাসা নিয়েছেন। গ্যাঁটাগোঁটা চেহারা, কপালে ভ্রূকুটি, হাঁটুতে বাত; লাঠি ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেন।
একদিন বাড়ির সামনে রাস্তায় দেখা হয়ে গেল। বিকেলবেলা আমি বেড়াতে বেরিয়েছি, উনিও বেরিয়েছেন। মুখোমুখি হতে...