
মিস্টার আরেকটু খান এবং এ বি কাকু

বুদ্ধদেব গুহ
| বুদ্ধদেব গুহ | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনবেলা ০৭ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
চল্লিশের দশকে যখন স্কুলের নিচু ক্লাসে পড়ি তখন থেকেই বাবার সঙ্গে ১ নম্বর চৌরঙ্গির কে সি বিশ্বাস অ্যান্ড কোম্পানিতে যেতাম। বিরাট বন্দুক—রাইফেলের দোকান।
কে সি বিশ্বাস কোম্পানি পরে ইস্ট ইন্ডিয়া আর্মস হয়ে যায়। পারিবারিক অঙ্কটা জানার মতো বড় তখনও আমি হইনি। সেটা সম্ভবত ঘটে পঞ্চাশের দশকে। সেই দোকানের দেখাশোনা করতেন প্রশান্ত বিশ্বাস এবং অনন্ত বিশ্বাস। এই অনন্ত বিশ্বাস, ছোট ভাই—ই, সংক্ষেপে এ...