
মাপা হাসি চাপা কান্না

সঞ্জীব চট্টোপাধ্যায়
| সঞ্জীব চট্টোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনSmita Biswash১৯ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
স্নেহের
পুজা ও শুদ্ধা কে
.মানুষের বরাতের মতো লেখারও বরাত আছে। অনেক ঘাটের জল খাওয়ার পর তারুণ্যের উৎসাহে উৎসাহী, পরম স্নেহভাজন ত্রিদিব চট্টোপাধ্যায় উদ্ধারের কাজে আমার আর এক প্রিয়জন মানসকে ডুবুরি নামালেন। মোটেই সহজ কাজ ছিল না। অক্লান্ত মানস তার একগুঁয়ে স্বভাবের জন্যে বিখ্যাত। অতীতে অনেক অসাধ্য সাধন করেছে। বর্তমানের এই সংকলনটি অবশ্যই তার চূড়ান্ত কীর্তি হিসাবে পরিগণিত হবে।
...