বোষ্টমী
রবীন্দ্রনাথ ঠাকুর
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৪ ফেব্রুয়ারি ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আমি লিখিয়া থাকি অথচ লোকরঞ্জন আমার কলমের ধর্ম নয়, এইজন্য লোকেও আমাকে সদাসর্বদা যে রঙে রঞ্জিত করিয়া থাকে তাহাতে কালির ভাগই বেশি। আমার সম্বন্ধে অনেক কথাই শুনিতে হয়; কপালক্রমে সেগুলি হিতকথা নয়, মনোহারী তো নহেই।
Loading...