
বিমলবাবু এবং আবার চাঁদুবাবু

বুদ্ধদেব গুহ
আমার যে সব জঙ্গলের সঙ্গীদের কথা আগে লিখেছিলাম তাঁদের মধ্যে, আগেই লিখেছি, অনেকেই আজ নেই। এ বি কাকু (ইস্ট ইন্ডিয়া আর্মস—এর অনন্ত বিশ্বাস) আগের লেখাতেও ছিলেন। কিন্তু মাস তিনেক আগে হঠাৎ হার্ট—অ্যাটাকে চলে গেলেন।
কটকের চাঁদুবাবু (বাখরাবাদের সমরেন্দ্র দে) এবং অঙ্গুলের সিমলিপাড়ার বিমলবাবু (বিমলচন্দ্র ঘোষ) দুজনেই খুবই অসুস্থ। চাঁদুবাবু মোটর সাইকেল থেকে পথে পড়ে গিয়ে মাথাতে চোট লেগে অনেকদিন ...