
বিবেক যদি দেখা দেয়

শিবরাম চক্রবর্তী
| শিবরাম চক্রবর্তী | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০১ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
সকাল থেকেই মনটা খিঁচড়ে ছিল।
মুখ-হাত ধুয়ে সবেমাত্র বারান্দায় বেরিয়েছি—প্রাতঃকালীন বায়ু সেবনের মতলবেই, এমন সময়ে নীচের রাস্তা থেকে আকস্মিক আর্তনাদ—এক ভিখিরির!
‘দু-দিন থেকে কিছু খাইনি বাবু!’
ভিখিরি আর ভিখিরি! সারা পৃথিবী যেন ভিখিরিতেই ছেয়ে গেছে। আর এই বাড়ির রাস্তা দিয়েই যত তাদের শোভাযাত্রা!
আপাদমস্তক জ্বলে ওঠে আমার।
‘যাও যাও! কিছু হবে ...