
বিপদের দোল

প্রচেত গুপ্ত
আজ খুশির দিন। আমার কাছে ডবল খুশির দিন। অথচ আমি পড়েছি বিপদে। আকাশ ভেঙে পড়ার মতো আমার মাথায় দোল ভেঙে পড়েছে। নিজের ওপর রাগ হচ্ছে, দোলের ওপর আরও রাগ হচ্ছে। বিপদে আজ পড়িনি, কাল রাতেই পড়েছি।
ভূমিকম্প, বৃষ্টিপাত মাপবার যন্ত্র আছে। মানুষের বিপদ মাপবার যন্ত্র নেই। শুনেছি, জাপানের শিবাউরা ইন্সটিটিউট অফ টেকনোলজিতে এই বিষয়ে গবেষণা চলছে। হয়তো যে কোনোদিন যন্ত্র আবিষ্কার হয়ে যাবে। পকেট ঘড়ির...