বিছন

বিছন

মহাশ্বেতা দেবী

বিছন

Books Pointer Iconমহাশ্বেতা দেবী
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৪ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

কুরুডা ও হেসাডি গ্রামের উত্তরে জমি ঢেউখেলানো, একেবারে শুকনো রোদে জ্বলা। বৃষ্টির পরও এখানে ঘাস জন্মায় না। মাঝে মাঝে ফণীমনসার জঙ্গল ফণা তুলে থাকে, কয়েকটি নিমগাছ। এই দগ্ধ ও আন্দোলিত প্রান্তর, যেখানে মোষ চরতে দেখা যায় না, তারই মাঝামাঝি একটি ডোঙা—আকারের নাবাল জমি। জমিটি আধাবিঘা হবে। উঁচু পাড়ে উঠলে তবে জমিটি চোখে পড়ে এবং সবুজের সমারোহ দেখে ব্যাপারটি ভূতুড়ে লাগে।


আরও ভূতুড়ে ...

Loading...