
বাড়িঅলা

সঞ্জীব চট্টোপাধ্যায়
অনেকদিনের ইচ্ছে, ছোট্ট-খাট্টো একটা বাড়ি তৈরি করব। বেশ বাংলো প্যাটার্নের। চারপাশে ছবির মতো বাগান। রুমালের মাপের সবুজ ঘাসে ঢাকা লন। গ্রীষ্মের বিকেলে পাশাপাশি দুটো বাগানচেয়ারে বুড়ো-বুড়ি বসে বসে ফুরফুরে হাওয়া খাব। আকাশে একটা, দুটো করে তারা ফুটবে! পশ্চিম আকাশে ক্ষয়া চাঁদ উঠবে। হ্যাঁ, গোটাদুয়েক মন্দির ঝাউ বসাব। হাওয়া লেগে যে ঝাউয়ের একটা দুটো পাতা নয়, সারা গাছটাই দুলতে থাকে ওড়...