বাবা হওয়া

বাবা হওয়া

বুদ্ধদেব গুহ

বাবা হওয়া

Books Pointer Iconবুদ্ধদেব গুহ
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনবেলা ০৭ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

ডাকবাংলোটা থেকে নদীটা দেখা যাচ্ছিল।

সামনে একটা খোয়ার পথ এঁকেবেঁকে চলে গেছে। পথের দু-পাশে সারি করে লাগানো আকাশমণি গাছ। মার্চের প্রথম অগ্নিশিখার মতো ফুটেছে ফুলগুলো। আকাশপানে মুখ তুলে আছে। বাংলোর হাতায় পনসাটিয়ার ঝাড়। লাল পাতিয়া বলে মালি। পাতাগুলোর লালে এক পশলা বৃষ্টির পর জেল্লা ঠিকরোচ্ছে। কয়েকজন আদিবাসী মেয়ে-পুরুষ খোয়ার রাস্তাটা মেরামত করছে সামনেই।

আমার ছেলে রাকেশ আর মেয়ে র...

Loading...