
বসন্দা

গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
| গৌরকিশোর ঘোষ (রূপদর্শী) | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনদিপা চৌধুরী১১ সেপ্টেম্বর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
যে ছয় গোঁসাই আমায় সংসার-পথে হাঁটা শিখিয়েছেন, বসন্দা তাঁদের এক।
তখনো ইস্কুল ছাড়বার বয়স হয় নি, বসন্দার সঙ্গে ভিড়ে গেলুম। ঠিক কি করে আজ আর বলতে পারব না। তবে যদ্দুর মনে পড়ে দেদাই ছিলেন আড়কাঠি।
দেব্দা ইস্কুলের সিনিয়ার বয়। দু’ কেলাস উপরে পড়েন একে, তার উপরে চৌকস। খাতির আলাপ তাঁর সঙ্গে সেই জন্য সব্বার। উনিই একদিন যেন কি কথায় আমাকে দশের মাঝ থেকে বেছে নিয়ে গিয়ে একান্তে ফিসফি...