
বন্দী ডাবু

অজেয় রায়
তপনবাবুর স্ত্রী হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে বললেন, ‘সর্বনাশ হয়েছে। ডাবু’- তপনবাবু চমকে ফিরে বললেন। ‘অ্যাঁ, কী, খেয়েছে?’
—‘না না, খায়নি কিছু’ গিন্নি মাথা নাড়েন, ‘ডাবু আটকে পড়েছে কাকাবাবুর ঘরে।’
—‘কী করে?’ তপনবাবু ভুরু কোঁচকান।
গিন্নি বললেন, ‘একটু আগে দেখলাম যে কাকাবাবু বেরিয়ে গেলেন দরজায় তালা দিয়ে। এখন ওঁর শোবার ঘরের পাশ দিয়ে যেতে যেতে দেখি, ডাবু ওই ঘরের ভিতরে। মেঝেতে বস...