
ফেরার সময়

বুদ্ধদেব গুহ
সল্টলেকের নতুন বাড়িতে আজ ওদের বিয়ের দশ বছর পালন করেছে সিম্পি-নির্মাল্য। খুবই সেজেছে সিম্পি। বাড়ির ল্যাণ্ডিং-এ দাঁড়িয়ে অভ্যাগতদের আপ্যায়ন করছে। চৈতালি গাড়ি থেকে নামতেই ওকে জড়িয়ে ধরে বলল, কী খুশি যে হয়েছি তুই এলি বলে! ফোনে সেদিন যা গাঁইগুঁই করছিলি!
কাল ছেলে-মেয়ের স্কুল নেই বুঝি! তা ছাড়া তোদের সল্টলেকে রাত্তিরে বাড়ি খোঁজার চেয়ে আফ্রিকাতে গিয়ে ‘চাঁদের পাহাড়’ খোঁজা অনেকই সোজ...