
ফাঁদ

আবুল হাসান
নিশ্চিত আশ্রয় থেকে যে লোক বঞ্চিত থাকে, তার স্বভাবে একটি অনিশ্চিয়তা আপনা আপনি বেড়ে ওঠে। এবং বাইরে থেকেও তার এই পরির্তনের ধারা আপনা আপনি ধরা পড়ে। আনোয়ারের নিজের দিক থেকে তার স্বভাবের এই পরিবর্তন এবং চরিত্রের খাপছাড়া অবস্থা ধরা না পড়লেও যারা তাকে কৈশোরে চিনতো তারা নিশ্চিতই আশ্চর্য হবেন এই ভেবে যে, তারা আর সেই ছিমছাম, দাগ মেপে ওষুধ খাওয়া, ঘড়ি দেখে রুটিন মেনে জীবন যাপন করা কিশ...