
পেশোয়ার কী আমীর

নারায়ণ গঙ্গোপাধ্যায়
| নারায়ণ গঙ্গোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা৩০ মার্চ ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
চাটুজ্যেদের রকে বসে আমি একটা পাকা আমকে কায়দা করতে চেষ্টা করছিলাম। কিন্তু বেশিক্ষণ খেতে হল না। গোটা-চারেক কামড় দিয়েই ফেলে দিতে হল—অ্যায়সা টক। দাঁতগুলো শিরশির করতে লাগল—মেজাজটা বেজায় খিঁচড়ে গেল আমার। বাড়িতে মাংস এসেছে দেখেছি-রাত্তিরে জুত করে হাড় চিবুতে পারব কি না কে জানে!
এই সময় কোত্থেকে পটলডাঙার টেনিদা এসে হাজির। গাঁক গাঁক করে বললে, এই প্যালা, আমটা ফেলে দিলি যে?
–যাচ্ছেতা...