পুষ্পবতী

পুষ্পবতী

অতীন বন্দ্যোপাধ্যায়

পুষ্পবতী

Books Pointer Iconঅতীন বন্দ্যোপাধ্যায়
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনশেষ নগরী০৫ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

সে চুপচাপ বসে থাকে। তার কিছু ভালো লাগে না।

চৈত্র মাস। জল নেই। সেই কবে শীতে বৃষ্টিপাত, তারপর আর মেঘের দেখা নেই। আকাশ তামার বাসনের মতো চকচকে হয়ে আছে। দিন যায়, মাস যায়, আকাশ আর ঘোলা হয়ে উঠে না। মাঠ খা খা করছে, কিছু শকুন উড়ছিল। দূরে সব বাঁশের জঙ্গল, নিশীথে কোথাও থেকে বিশ্রী শব্দ ওঠে। কে যেন হেঁকে যায়, তোমার সব যাবে হে বিপ্রদাস, তুমি অবেলাতেই রওনা হয়ে যাও, আশায় আশায় আর বসে থেকো না।...

Loading...