
পালিয়ে

প্রচেত গুপ্ত
নার্ভাস ভাব গোপন করার যে ক’টি সহজ পদ্ধতি আছে তার মধ্যে সহজতমটি হল মুখটাকে হাসি হাসি করে রাখতে হবে। যেন ‘কিছুই ঘটেনি’। সোহম সেই নিয়ম মেনেছে। সে-ও মুখটাকে হাসি হাসি করে রেখেছে, কিন্তু সেই হাসি ফুটছে না। মুখ কাঁচুমাচু লাগছে। সম্ভবত নার্ভাস হলে যে নিয়ম খাটে, অতিরিক্ত নার্ভাস হলে সেই নিয়ম কাজ করে না। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, সে কোনও বড় ধরনের বিপদের মধ্যে পড়েছে। এমন বিপদ যা আগে কখনও ঘটেন...