
পাতিহাঁস

সমরেশ বসু
ডোন্ট টিচ মি ট্রেড ইউনিয়ন। চাপা গর্জনের মতো, নিচু শক্ত স্বরে কথাগুলো উচ্চারণ করল দেবনাথ। কারোর উদ্দেশে না। কারণ ঘরে কেউ নেই। ডাইস মেশিন টেবিলের ওপর থেকে সে ড্রিল মেশিনটা শক্ত হাতে তুলে নিল। চোয়াল শক্ত করে ড্রিল মেশিনে চাপ দিল। উত্তরের খোলা জানালা। দিয়ে বাইরের দিকে তাকাল। তামাটে চওড়া মুখটা...