
পরি পয়রা

বুদ্ধদেব গুহ
ডানদিকে শাল আর চাল্লার জঙ্গলের মধ্য দিয়ে পথ চলে গেছে ন্যাশনাল হাইয়ের দিকে। সেখানে গিয়ে উঠল সোজা লোধাশুলি। আরও এগিয়ে গেলে শালবনী। ঝাড়গ্রাম।
মুঠিয়া জায়গাটা, বাংলা আর ওড়িশার সীমান্তবর্তী। ‘পয়রা’ পদবিটা শহরের লোকের বিশেষ পরিচিত নয়। এই পয়রাদের কাজ স্যাকরাদেরই মতো। গাঁয়ে গঞ্জেও স্যাকরা থাকে।
মদন পয়রা, পরির বর। বয়সে বছর বারোর ব্যবধান দু-জনের। মদন বাড়ি বসে গয়না বানিয়ে নি...