পথচিত্র

পথচিত্র

আশুতোষ মুখোপাধ্যায়

পথচিত্র

Books Pointer Iconআশুতোষ মুখোপাধ্যায়
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনবেলা ২৭ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

আমার ভাল লাগে। পথে নেমে নিঃশব্দে আমি জীবন-চিত্র দেখি। জীবনের মিছিল দেখি। কেউ আমাকে কিছু দেখায় না। চলমান মানুষগুলো নিজেরা আপনা থেকে এক একটা চিত্র হয়ে আমার সামনে আসে আবার দূরে চলে যায়।

কোন কাজ না থাকলে আমি পথে নেমে আসি। নিরুদ্দিষ্টের মত হাঁটতে থাকি এক-একটা দিক ধরে। খেয়ালখুশি মত কখনো কোন ট্রামে উঠে পড়ি কখনো বা বাসে। কেউ বুঝতে পারে না আমি একজন বেকার দর্শক মাত্র। দেখাটা আমার নেশা।

<...
Loading...