নেকু পুষু মুনু

নেকু পুষু মুনু

বুদ্ধদেব গুহ

নেকু পুষু মুনু

Books Pointer Iconবুদ্ধদেব গুহ
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনবেলা ০৭ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

গাড়িটা মোড়টা ঘুরল। তোমাদের বাড়িটা দেখা যাচ্ছিল। দোতলার বারান্দা; মাধবীলতা।

ভাবলাম, যাই-ই না একবার।

এরকম কতবারই তো কত রাগারাগি তারপর সবই মিটমাট হয়ে গেছে।

রাগারাগি বলাটা অবশ্য ঠিক নয়। রাগটা চিরদিনই একতরফাই ছিল। পাখির তরফের। রাগ করেছে সে, আমি রাগ ভাঙিয়েছি। এইটেই নিয়ম হয়ে গেছিল। এই নিয়মের যে, কোনো ব্যতিক্রম হবে, বা কখনো হতে পারে এমন অবকাশ হয়নি। কখনোই না।

তাই-ই ভ...

Loading...