
নায়কের প্রবেশ ও প্রস্থান

মতি নন্দী
| মতি নন্দী | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনSmita Biswash২৪ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ধূসর অ্যাম্বাসাডারটা ফ্যালাকে লক্ষ করেই যোলো হাত চওড়া রাস্তাটায় থামল। ড্রাইভারের আসন থেকে প্রশ্ন হল, এটাই কি ঘোষপাড়া লেন?
বিমূঢ় হয়ে ফ্যালা উঠে দাঁড়াল। প্রশ্নকারী জানলা থেকে মুখটাকে একটুখানি বার করেছে। ফ্যালার আর কোনো সন্দেহ রইল না। অবশ্য কণ্ঠস্বরেই আধখানা চিনেছিল। ঘাড় নেড়ে পাশের গলিটাকে আঙুল তুলে দেখাল।
থ্যাঙ্ক ইউ।
ম...