
নন্দিনী

হুমায়ূন আহমেদ
মজিদ বলল, চল্ তোকে একটা জায়গায় নিয়ে যাই।
বেশ রাত হয়েছে। চারদিকে ফিনফিনে কুয়াশা। দোকানপাট বন্ধ। হু হু করে ঠাণ্ডা হাওয়া বইছে। পাড়াগাঁর শহরগুলিতে আগেভাগে শীত নামে। মজিদ বলল, পা চালিয়ে চল। শীত কম লাগবে।
কোথায় যাবি?
চল না দেখি। জরুরি কোনো কাজ তো তোর নেই। নাকি আছে?
না নেই।
কিছুক্ষণের মধ্যেই বড় রাস্তা ছেড়ে ইট বিছানো সরু রাস্তায় এসে পড়লাম। শহর অনেক বদলে গেছে।...