
ধস

নারায়ণ গঙ্গোপাধ্যায়
বাইরে অল্প অল্প বৃষ্টি পড়ছিল। গায়ের গরম ব্লাউজটার উপর পাতলা বর্ষাতিটা চাপিয়ে দোরগোড়া পর্যন্ত এগিয়ে গেল কিরণলেখা। তারপর থেমে দাঁড়াল দু-সেকেণ্ডের জন্যে। মুখ না ফিরিয়েই বললে, আমি ঘণ্টা খানেকের মধ্যেই ফিরে আসব।
কেউ সাড়া দিল না, সাড়া পাওয়ার জন্যে অপেক্ষাও করল না কিরণলেখা! এক ঝলক হাওয়ার মতো নিঃশব্দে দরজাটা সামান্য একটু ফাঁক করে সে বেরিয়ে গেল রাস্তায়। নীল বর্ষাতিটা ডুব...