দেখা না দেখা

দেখা না দেখা

সুনীল গঙ্গোপাধ্যায়

দেখা না দেখা

Books Pointer Iconসুনীল গঙ্গোপাধ্যায়
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৩ মার্চ ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


কোথাও বেড়াতে গেলে অনেক কিছুই দেখা হয়, কিন্তু একটা কিছু বাকি থেকে যায়। সেই না দেখা একটা কিছুর জন্য মন কেমন করে।

শেষরাত্রে নেমেছিলাম জলগাঁও স্টেশনে। ভোর পর্যন্ত বাসে সেখানেই কাটিয়ে তারপর চলে এলাম ঔরঙ্গাবাদ। আগে থেকে হোটেল ঠিক করা ছিল না, বাসেই কয়েকজনের সঙ্গে আলোচনা করে সস্তা গোছের হোটেলের নাম জেনে নিয়েছিলাম। দু-জায়গা ঘুরে শেষপর্যন্ত একটা গুজরাটি হোটেলে জায়গা পাওয়া গেল...

Loading...