
দুঃসাহসী ফায়সাল

কাসেম বিন আবুবাকার
ফায়সালদের গ্রামে অনেকগুলো পাড়া। যেমন খাঁ পাড়া, সেখ পাড়া, মল্লিক পাড়া, কটালি পাড়া, গাড়োয়ান পাড়া, বোস পাড়া ও পাত্র পাড়া। ফায়সাল সেখ পাড়ার ছেলে।
সব পাড়ার সমবয়সী ছেলেদের সঙ্গে খাঁ পাড়ার ছেলেদের খুব সদ্ভাব ও বন্ধুত্ব। খাঁ পাড়ার শেষ প্রান্তে মাঠের ধারে খেলার মাঠ। সেখানে প্রতিদিন বিকেলে সব পাড়ার ছেলেরা ফুটবল, হা-ডুডু, বৌ- বসন্তসহ নানা রকম খেলাধুলা করে। গরিব ঘরের কয়েকজন ছাড়...