
তা

বুদ্ধদেব গুহ
প্রথম দিন অফিস থেকে ফিরে প্রমীলাকে দেখেই চমকে উঠেছিলাম।
চমকে উঠেছিলাম, কারণ ওরকম কুৎসিৎ দর্শন মহিলা আমি এর আগে দেখিনি।
বয়স পঞ্চাশের কাছাকাছি হবে, কুচকুচে কালো রং, উঁচু কপাল, ট্যারা চোখ-এবং অত্যন্ত লম্বা। সব মিলিয়ে প্রথম দেখাটা মনে রাখার মতো।
টাই খুলতে খুলতে রিনিকে বললাম, এ কে?
রিনি গলা নামিয়ে বলল, মুন্নির নতুন আয়া।
বললাম, কোথা থেকে জোটালে? অন্ধকার...