রণজয় আর অলৌকিক শিশুরা

রণজয় আর অলৌকিক শিশুরা

সুনীল গঙ্গোপাধ্যায়

রণজয় আর অলৌকিক শিশুরা

Books Pointer Iconসুনীল গঙ্গোপাধ্যায়
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনমেঘ বালিকা২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

রণজয়ের জীবনে কোনও দিনের বেলা নেই। শুধু রাত্তির। কেননা, সারাদিন তাকে একটা অন্ধকার ঘরে লুকিয়ে থাকতে হয়। কোনও মানুষের সঙ্গে দেখা হয় না। দিনের বেলা তার ওই ঘর থেকে বেরুবার উপায় নেই। বেরুবে কী করে? তাকে দেখলেই যে সবাই ভয় পায়। সেই যে একবার অন্য গ্রহের প্রাণীরা তাকে ছুঁয়ে দিয়ে গিয়েছিল, তারপর থেকে সে ক্রমাগত লম্বা হতে শুরু করেছে। এখন সে সাধারণ মানুষের প্রায় ডবল লম্বা, সব ঘরের ছাদে তার মাথা...

Loading...