
তলায় তলায় বিদ্যাসাগর

রঞ্জন বন্দ্যোপাধ্যায়
| রঞ্জন বন্দ্যোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনহিয়া মজুমদার৩০ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তলায়—তলায় মাইকেল মধুসূদনের লেখা পছন্দ করেন না।
অথচ ভান, যেন করেন!
কেন পছন্দ করেন না?
সে—যুগের প্রখ্যাত পণ্ডিত, কঁৎ—এর পজিটিভিজম—দর্শনের অভিঘাতে তীক্ষ্নধী নাস্তিক কৃষ্ণকমল ভট্টাচার্য, যিনি বিদ্যাসাগরকে ঘনিষ্ঠভাবে জানেন, জানাচ্ছেন যে বিদ্যাসাগর সহ্য করতে পারেন না অন্য কোনও ব্যক্তির সাহিত্যখ্যাতি...