
ঢাকা রহস্য উন্মোচিত
সুজন দাশগুপ্ত
| সুজন দাশগুপ্ত | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনকাব্য রচিত৩১ অক্টোবর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এক
কিছুদিন হল একেনবাবু গাছ নিয়ে পড়েছেন। ওঁর মাথায় যখন একবার কিছু চাপে, তখন সেটা সরানো মুশকিল। আমাদের অ্যাপার্টমেণ্টে লাগোয়া একটা ছোট্ট বারান্দা আছে। সেখানে দুটো চেয়ার কোনও মতে বসানো যায়। অবশ্য বারান্দায় বসে মনোহর কিছু দেখা যায় না ঠিকই। তবে সামনের রাস্তা দিয়ে গাড়ি-টাড়ি প্রচুর চলে। আর যেহেতু আমরা নিউ ইয়র্ক ইউনিভার্সিটির কাছে থাকি। ছাত্রছাত্রীদের ভ...