
ঠাকুর ভরত সিংহের ব্যান্ডপার্টি

শ্যামল গঙ্গোপাধ্যায়
| শ্যামল গঙ্গোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনবেলা ২৬ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পাড়ায় ঢুকতেই দুধারে দুটো কোঅপারেটিভ ফ্ল্যাটবাড়ি। সেখানে না-হােক একশাে সওয়াশাে ঘর বাসিন্দা আছে। তা ছাড়া কুল্যে দুখানা রাস্তার গায়ে ঘেঁষাঘেঁষি করে কম করেও আরও দেড়শাে-পৌনে দুশাে ফ্যামিলি বাস করে। বলা যায় একুনে প্রায় চারশাের মতাে গেরস্থ এই বসতি আলাে করে বাস করে।
পাড়ার দুদিকে দুটি প্রাচীন ক্লাব। একটিতে রেস উঠে গেছে। অন্যটিতে গলফ টিকে আছে। এখনাে শহর কলকাতার এই বসতির গায়...