
টেনিদা আর ইয়েতি

নারায়ণ গঙ্গোপাধ্যায়
| নারায়ণ গঙ্গোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা৩১ মার্চ ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ক্যাবলা বলে, ইয়েতি-ইয়েতি। সব বোগাস।
চ্যাঁ চ্যাঁ করে চেঁচিয়ে উঠল হাবুল সেন।
হ, তুই কইলেই বোগাস হইব! হিমালয়ের একটা মঠে ইয়েতির চামড়া রাইখ্যা দিছে জানস তুই?
ওটা কোনও বড় বানরের চামড়াও হতে পারে।–চশমাসুদ্ধ নাকটাকে আরও ওপরে তুলে ক্যাবলা গম্ভীর গলায় জবাব দিলে।
হাবুল বললে, অনেক সায়েব তো ইয়েতির কথা লেখছে।
কিন্তু কেউই চোখে দেখেনি। যেমন সবাই ...