
ঝুমরি তিলাইয়ায়

বুদ্ধদেব গুহ
অনিকেতকে ট্রেনটা কোডারমা স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেল গয়ার দিকে। স্টেশনে নেমে সব কিছুই নতুন লাগল। প্রায় ত্রিশ বছর পরে এল এদিকে। অথচ কৈশোর এবং প্রথম যৌবন সব কিছুই কেটেছে এই অঞ্চলেই। সময় যে কী করে কেটে যায়।
মাঝখানে কোডারমা স্টেশন। ডানদিকে শিবসাগর। সেখানে অনিকেতদের সময়ে সাহেবি অভ্র কোম্পানি ছিল, নাম ক্রিশ্চান মাইকা। এই পুরো এলাকা জুড়েই ছিল নানা অভ্রখাদান। গিরিডি পর্যন্ত। ক্রিশ্চান ...