
জোয়ার ভাটা ২

সমরেশ বসু
ছোট ছেলে অনাথের বিয়ে হয়ে গেল। তার ঘর নির্বাচন হল, দোতলার সেই শেষ প্রান্তে, উত্তর-পূর্ব কোণে। যেখানে জানালার গরাদে বকুল গাছের ঝাড়ালো ডাল এসে পড়েছে। আর এক জানালায় হাত বাড়ালে স্বর্ণচাঁপার বড় বড় পাতা। তা ছাড়া আম জাম নারকেলের তো কথাই নেই। দোতলার এ অংশটা একেবারে বাগানের মধ্যেই ঢুকে গিয়েছে...