
জোয়ার

বুদ্ধদেব গুহ
বোটের সুকান ধরে বসে আছি।
ডেকের ওপরের সারেঙের ঘরে বসে নীচের ইঞ্জিনঘরের আওয়াজ শোনা যায় না। ডিজেলে-চলা শক্তিমান ইঞ্জিন। প্রপেলারটা ঘুরছে একটানা, ‘গুট-গুট-গুট-গুট-গুট’ শব্দ করে। পেছনে দু-পাশে জলে ব্যাকওয়াশ চলছে। দুটি কোনাকুনি ঢেউ বোটের পেছন থেকে উঠে দু-পাশের গরান-গেঁওর জঙ্গলে গিয়ে পৌঁছোচ্ছে।
এখন রাত্তির। কৃষ্ণপক্ষ। আগামীকাল কালীপুজো।
অন্ধকারের সুন্দরবনে এলে বোঝা যায় যে, তা...