
জন্ম বৃত্তান্ত

সমরেশ মজুমদার
একটু আস্তে হাঁটো!
ঠিক আছে।
উঁহু, ঠিক নেই। অত জোরে হাঁটা এই সময় ঠিক নয়। বরং চলো, ওই বেঞ্চটায় বসি।
না, ওখানে কে একজন বসে আছে।
থাকুক, তাতে আমাদের কী এসে গেল। আজ অনেক হাঁটা হয়েছে। সুনীত নীপার হাত ধরতে চাইলে সে ছাড়িয়ে নিল। এখন রাস্তার আলো জ্বলে গেছে। শীতের আকাশটা ময়লাটে। চারধারে। একটা ধোঁয়াটে ভাব। সুনীত দেশবন্ধু পার্কের মাঝখানে যে ফিনফিনে অন্ধকার সেখানে ...