
চাকরির নিয়োগপত্র

মনোরঞ্জন ব্যাপারী
| মনোরঞ্জন ব্যাপারী | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনপাঠকের নিবাস২৪ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পাক্কা এক বছর কেটে গেল আমার আশায় আশায় এই বুঝি চাকরির নিয়োগপত্র হাতে পাব। মাঝে মাঝে বস্তার থেকে অনুর চিঠি আসে–তুমি কী করছো, কেমন আছো? আমি যে আর সংসার চালাতে পারছি না। জিনিসপত্রের দাম-ছেলে মেয়ের পড়ার খরচ বেড়ে গেছে। আমার এই সামান্য পয়সায় কী চলে!
জবাবে আমি লিখি–অনেক কষ্ট করেছে, আর কয়েকটা মাস ধৈর্য ধরো। জুন মাসের দশ তারিখ পর্যন্ত দেখব। তার মধ্যে কিছু না হলে আমি বস্তারে ফিরে যাব। তা...