
চরিতখেকো অ্যাণ্ড কোম্পানি

বুদ্ধদেব গুহ
টেবিলের ওপরে কাচের পেপারওয়েটটা শব্দ করে রেখে হীরেন বলল, আর কী হবে। একেই বলে, ঘোর কলি।
সোমেশ বলল, যা বলেছিস। ঠাকমা কালই রাতে ‘চন্ডীমঙ্গল’ পড়ছিল শুয়ে শুয়ে। কলি যুগের কী বর্ণনা রে! যেন কলকাতারই বিজ্ঞাপন।
কীরকম? বল-না শুনি।
নেপেন শুধোল।
হীরেন, সুর করে আবৃত্তি করল—
মহাঘোর কলিকাল নীচ হব মহীপাল
সর্বভোগ নীচের সাধন
সঙ্গদোষ...