
চন্দ্রভাগা যাত্রা

বুদ্ধদেব গুহ
সাধারণত আমার যাতায়াত যেখানে, সেখানে অন্য মানুষের পা পড়ে না। মানুষের, বিশেষ করে দলবদ্ধ মানুষের, ভালোলাগার সমস্ত জায়গাই আমি সভয়ে এড়িয়ে চলি। এড়িয়ে চলি মানুষকেও, কারণ মানুষ আমার কাছে হিংস্র বন্যপ্রাণীর চেয়েও অনেক বেশি ভয়াবহ।
আমি ঘুরি, জঙ্গলে জঙ্গলে। এমন সব জায়গায় তো ঘুরি না যে, এসে সগর্বে বলতে পারি কাউকে, অমুক পীঠে গেছিলাম অথবা অমুক তীর্থে ঘুরে এলাম। আমার জঙ্গল-তীর্থের কোনো কৌল...